চাপে আছে মানুষ
সুবীর বসাক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
মানুষ আছে চাপে
বাজার যেতে হবে শুনেই
ভয়েতে বুক কাঁপে।
গরিব কিংবা মধ্যবিত্তও
কেউ নেই তো সুখে
সংসারের টানতে ঘানি
রক্ত আসে মুখে।
দামের ঘোড়া ছোটে যে রোজ
খুবই দ্রæতবেগে
সরকারের লোকজনেরা
ঘুমান তারা জেগে।
জুন মাসেতে ঢোল পিটিয়ে
হবে বাজেট পেশ
আরেক দফা বাড়বে যে দাম
এ এক আজব দেশ।