তোমার ভোট আমি দিব
সুবীর বসাক
তোমার ভোট আমি দিব
আমার ভোটও আমি
ভোটের দিনে হবে না কেউ
ভোটকেন্দ্রগামী।
কষ্ট করে শুধুই কেন
মারবে গিয়ে সিল
ভোট দিতে তো পোহাতে হয়
কত যে মুশকিল।
তাইতো বলি ঘরে থেকেই
মারো যে হাততালি
একটি ভোটের বাক্স জেনো
থাকবে না তো খালি।
রেজাল্ট দেখে কপালে হাত
ফেলবে দীর্ঘশ্বাস
তোমার প্রার্থী ফেল মেরেছে
আমার প্রার্থী পাশ।