এই দিনের ছড়া
অদ্ভুত মানুষ!
সুবীর বসাক
সবাই দেখি ব্যস্ত থাকে
ধরতে পরের খুঁত
সেরা প্রাণীর স্বভাব এ কি
মানুষ যে অদ্ভুত!
আয়নাতে যে দেখো তোমার
নিজের বদনখানি
পরনিন্দা করার আগে
নিজকে প্রথম জানি।
ভালো-মন্দ মিলিয়ে তবে
মানুষ যে হয় খাঁটি
সমাজটা যে শুধু তো নয়
মন্দ লোকের ঘাঁটি।
সবার আগে প্রশ্ন করো-
মানুষ কেমন আছো?
মানুষ হয়ে জন্ম নিলে
মানুষ হয়েই বাঁচো।