স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, প্রাক্তন রেল কর্মকর্তা, সংগঠক ও শিশু সাহিত্যিক এম আর মঞ্জুর নাতনী মালয়েশিয়ার নাগরিক মোহাম্মদ কাইস আকিফ বিন মাসুদ (৭) ব্রেইন টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
বর্তমানে কায়েসের অবস্থা আরো অবনতির দিকে, কর্তব্যরত চিকিৎসক কায়েসের অবস্থা বেশী ভাল নয় বলে পরিবারকে অবহিত করেছেন। এমন খবর শোনে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান দাদা শিশু সাহিত্যিক এম আর মঞ্জু ও দাদী মোমতাজ রহমান। দাদা-দাদী নাতীর অবস্থা খুবই আশংকাজনক বলে সংশ্লিষ্ট রিপোর্টারকে জানিয়েছেন।
শিশু সাহিত্যিক এম আর মঞ্জু কিশোরগঞ্জের সাহিত্য-সংস্কৃতি সংগঠন ‘জেগে ওঠো নরসুন্দা’র একজন শুভাকাক্সক্ষী। তিনি কিশোরগঞ্জ ছড়া উৎসবে এসেছেন বেশ কয়েকবার। শুভাকাক্সক্ষী শিশু সাহিত্যিক এম আর মঞ্জু’র নাতীনের দ্রত সুস্থ্যতা কামনা করেছেন জেগে ওঠো নরসুন্দা’র প্রধান পৃষ্ঠপোষক আহমেদ উল্লাহ, নির্বাহী পরিচালক কবি আবুল এহসান অপু, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
গুরুতর অসুস্থ্য কায়েসের পিতা মো: মাসুদুর রহমান, মাতা: নূরে আইন (মালশিয়ান নাগরিক) দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া কামনা করেছেন।