স্টাফ রিপোর্টার, কটিয়াদী : গতকাল (২১ মে) সকাল ৯টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের সিফাতুজ্জামান ও একই ইউনিয়নের নওয়াবাড়ীয়া গ্রামের তামান্না আক্তার। কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মাজহারুল ইসলাম বলেন, জাল ভোট দেওয়ার অপরাধে দুজনকে ধরা হয়েছিল। দুজনই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাওসার তাদেরকে কোর্টে পাঠানোর নির্দেশ দেন। শিশু আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।