রাজশাহীতে জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) কর্তৃক পুষ্টি বিষয়ক মাল্টি সেক্টরাল সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী’র কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। কমর্শালায় সভাপতিত্ব করেন ডা. মো: আনোয়ারুল কবীর, পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ।
কর্মশালায় পুষ্টি বিষয়ক মাল্টি সেক্টরাল সমন্বিত কার্যক্রমের উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জাতীয় পুষ্টিসেবার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. নাজমুল আহসান। এছাড়া সেমিনারে ডা. মো: হাবিবুর রহমান উপপরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জনবৃন্দ, রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নেন।
বক্তারা কর্মশালায় আর্থিক সক্ষমতা, স্থাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত জ্ঞানের অভাব, বাল্যবিবাহ, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা বিষয়ে অসচেতনতা, ঘন ঘন সন্তান প্রসব, ব্যবস্থাপনাগত ত্রæটি প্রভৃতি বিষয়কে অপুষ্টির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। সভায় অপুষ্টিরোধে ব্যাপকভিত্তিক প্রচার কার্যক্রম পরিচালনা এবং সকল দপ্তরের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।