এই দিনের ছড়া
টাকার খেলা
সুবীর বসাক
ভোট মানে যে এখন শুধু
টাকার ছড়াছড়ি
টাকা পেয়েই ভোটার নাচে
খায় যে গড়াগড়ি।
ভোটার চিনে অর্থ শুধু
চিনে না আর কিছু
যার আছে যে টাকার গরম
ছোটে যে তার পিছু।
নগদ যা পাই দু’হাতে খাই
পকেট ভরে রাখি
পাশের পরে বসন্তের
হবে কোকিল পাখি।
ভোটের ঢাকে পড়লে কাঠি
প্রার্থী জমায় মেলা
ভোট মানে তো সবাই জানে
এখন টাকার খেলা।