প্রতিনিধি, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার গয়েশপুর খাদ্যগুদাম প্রাঙ্গণে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, গয়েশপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোঃ ইলিয়াস কাঞ্চন, পাইথল ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী, উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা চালকল মালিক আনিস আহমেদ, স্থানীয় কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের সময় একজন কৃষকের নিকট থেকে ৩ মেট্রিকটন ধান এবং একজন মিলারের নিকট থেকে ৫০ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি ইরি বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ২ হাজার ৮ মেট্রিকটন ধান ও ১১ জন মিলারদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ২ হাজার ৭ শত ৯৫ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।