স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালে টানা ২৭ দিন আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ব্রেইন টিউমার ক্যান্সারের কাছে হার মেনে গতকাল সকাল সাড়ে ৬টায় পরপারের উদ্দেশ্যে পাড়ি জমায় শিশু সাহিত্যিক এম আর মঞ্জু’র সাত বছর বয়সী নাতি মোহাম্মদ কাইস আকিফ বিন মাসুদ (ইন্নালিল্লাহি…………..রাজিউন)।
মৃত্যুকালে কাইস বাবা মোহাম্মদ মাসুদুর রহমান, মালয়েশিয়ার নাগরিক মাতা নূরে আইন, দাদা শিশু সাহিত্যিক এম আর মঞ্জু, দাদী মোমতাজ রহমান, নানা-নানীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। মরহুম কাইসকে গতকাল মালয়েশিয়ার একটি মসজিদে জানাজা শেষে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন মরহুমের দাদা বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও শিশু সাহিত্যিক এম আর মঞ্জু।
মরহুম কাইসের বাবা ও মা দেশবাসীর কাছে দোয়া চেয়ে আত্মার মাগফেরাত কামনা করেছেন। শিশু সাহিত্যিক এম আর মঞ্জুর নাতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সাহিত্য সংস্কৃতি সংগঠন ‘জেগে ওঠো নরসুন্দা’র প্রধান পৃষ্ঠপোষক আহমেদ উল্লাহ, নির্বাহী পরিচালক কবি আবুল এহসান অপু, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।