স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি প্রশাসনের সহকারী কমিশনার রাকিবুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল।
কিশোরগঞ্জ জেলা সদরের ভূমি প্রশাসনের সাধারণ মানুষের নিবেদিত কর্মকর্তা রাকিবুল ইসলাম সদর এসিল্যান্ড হিসেবে ৬-১১-২০২২ ইং তারিখে যোগদান করেন। কর্মক্ষেত্রে যোগদানের পর তার সততা, নিষ্টা ও কর্মদক্ষতায় ভূমি প্রশাসনে সেবা নিতে গ্রহীতারা হয়রানি ছাড়াই সেবা পেয়েছেন। দায়িত্ব ও কর্তব্যবোধে সর্বদাই সচেষ্ট এই কর্মকর্তা অত্যান্ত দায়িত্ব শীলতার সাথে যাবতীয় ভূমি সেবার কাজ সম্পন্ন করে প্রান্তি জনগোষ্ঠির মাঝে সেবার মান উন্মোচন করে গেছেন। বিচ্চক্ষণতা ও সুচারু ভাবে ভূমি সংক্রান্ত কাজ করে তিনি কিশোরগঞ্জ সদর ভূমি অফিসকে সেবার মডেল হিসেবে রূপান্তর করে গেছেন। তবে তার বিদায়ে সাধারণ সেবা গ্রহীতাদের মাঝে হতাশা আর উৎকন্ঠা পরিলক্ষিত হচ্ছে। এমন মানবিক কর্মকর্তার বিদায়ে উপজেলা সদর প্রশাসনে ভূমি সেবার মান একই অবস্থানে থাকা নিয়ে শঙ্কা জেগেছে।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন সময় কথা হয় অফিসে সেবা নিতে আসা বৌলাই ইউনিয়নের ডিগ্রি কান্দা গ্রামের শরীফ মিয়া ও রশিদাবাদ ইউনিয়নের ভাটগাও গ্রামের মুজিবুর মিয়ার সাথে কথা হয়। তারা জানান, অফিসে আয়া জানছি স্যার যাইতাছেগা। এই কতা হুইনা মনটা খুব খারাপ লাগতাছে। আমাগোর সকলের জন্য স্যারের দরজা সব সময় খোলা ছিল। এর আগে এমন স্যার দেহিনি। স্যারের লাগিন দোয়া করি, আল্লাহ য্যান বালা রাহে।
সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী বিজন কান্তি বণিকের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি অফিসার কল্যাণ সমিতির উপদেষ্ঠা বাবু সুখরঞ্জন রায়, মহিনন্দ ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জ্যেতির্ময় রায়, চৌদ্দশত ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সখিনা বেগম, উপ-সহকারী কর্মকর্তা আঃ হেকিম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে বিদায়ী অতিথিকে কিশোরগঞ্জ পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্তকর্তা সেলিনা ইয়াসমিন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্যদেরকে নিয়ে বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন করেন।