সিনেমাকেও হার মানায়
সুবীর বসাক
দেশে বসেই কেটে যে ছক
ওপারে দেয় পাড়ি
বন্ধু হয়ে কসাই ডেকে
নিলো জীবন কাড়ি।
নৃশংসতার এমন নজির
কেউ দেখেনি আগে
টুকরো টুকরো করে রাখে
মাংস ভাগে ভাগে।
তার পরেতে থলেয় ভরে
লুকিয়ে সেটা রাখে
দুই পারের পুলিশ মিলে
পায়নি খুঁজে তাকে।
এমপি খুনের এই ঘটনা
মানালো সব হার
সিনেমার কাহিনিতেও
খুঁজে পাওয়া ভার।