মিঠামইন, প্রতিনিধি : চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন পরপর দুইবারের মিঠামইন ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আছিয়া আলম। গতকাল (২৪ মে) সকাল থেকে হোন্ডা প্রতীকের সমর্থনে দিনব্যাপী প্রচারণা চালান উপজেলার ঘাগড়া ও কেওয়াজোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে।
ঘাগড়ার নির্বাচনী জনসভায় মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছিয়া আলমের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আছিয়া বলেন, আমি উপজেলার মানুষের সুখে-দুঃখে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকব। আগামীতে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করব।
এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকান্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন। মিঠামইন উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলার কথাও জানান। জানা যায়, মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
এদিকে প্রতীক বরাদ্দের পর লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও কুশল বিনিময়সহ নির্বাচনী সমাবেশ জমজমাট হয়ে উঠেছে হাওর অধ্যুষিত জেলার সর্ববৃহৎ মিঠামইন উপজেলার বিভিন্ন এলাকা। ঘাগড়া ইউনিয়নের পথসভার সভাপত্বিত করেন, মোঃ আইয়ুব আলী ভূইয়া, সভায় আলোচনায় অংশ নেয় মোঃ বাচ্চু মিয়া (সাধারণ সম্পাদক), মোঃ বাক্কার মিয়া, কাউছার আহম্মেদ পাভেল (যুবলীগ), মোঃ খোকন শেখ (ইউপি সদস্য), মোঃ সাইফুল ইসলাম (প্রধান শিক্ষক), মোঃ লুৎফর রহমান রুবেল (চেয়ারম্যান ঢাকী), মোঃ আবুল কাসেম (চেয়ারম্যান কেওয়ারজোড়), বিল্লাল হোসেন (সাধারণ সম্পাদক), আনোয়ার হোসেন মোল্লা সুমন (রজলা ছাত্রলীগ সভাপতি), তারেক কামাল (সভাপতি পল্লীবিদ্যুৎ সমিতি), মাইনুদ্দিক খন্দকার (প্রচার সম্পাদক), মোখলেছুর রহমান ভূইয়া (চেয়ারম্যান ঘাগড়া), আলহাজ্ব আছিয়া আলম (উপজেলা চেয়ারম্যান প্রার্থী) অনুষ্ঠান পরিচালনায় মহিউদ্দিন খান তপন।