দুঃশাসন হঠাও ব্যবস্থা বদলাও বাম গণতান্দ্রিক বিকল্প গড়ো, জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার ও ভোটের অধিকার নিশ্চিত করা, পাচারের টাকা ফেরত আনা, খেলাপী ঋণ উদ্ধার, লুটপাট-দূর্নীতি বন্ধ করা ও এর সাথে জড়িতদের শাস্তি দেয়া, কর্মসংস্থান, অন্ন-বস্ত্র, শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তাকে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দেয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান খোলা, দেশের রাজনীতি-অর্থনীতিতে সা¤্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ রুখে দাঁড়ানো ও মুক্তিযুদ্ধের অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে গণমানুষের বাজেট প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল (২৪ মে) বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে খোয়াইব্রীজ সংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- পাটির জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, চৌধুরী মহিবুন্নুর ইমরান, আজমান আহমেদ, রঞ্জন কুমার রায় প্রমুখ। উপস্থিত ছিলেন- জন্টু সরকার, কাজল চক্রবর্তী, আব্দুর রাজ্জাক, পলাশ চৌধুরী, আলীম উদ্দিন। সভায় বক্তাগণ সর্বস্তরের জনসাধারণকে অধিকার আদায়ে রাজপথে নেমে লড়াই সংগ্রামে সামিল হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।