এই দিনের ছড়া
চাই সামাজিক স্থিতি
সুবীর বসাক
সমাজটাতে অস্থিরতা
ক্রমেই শুধু বাড়ে
তুচ্ছ কারণ নিয়ে মানুষ
মানুষের প্রাণ কাড়ে।
স্বামীর হাতে স্ত্রী খুন হয়
ভাইয়ের হাতে ভাই
ছেলের হাতে পিতা খুনের
খবর প্রায়ই পাই।
বেশিরভাগের পেছনের
কারণ হলো টাকা
এমন হলে দায় হবে যে
সমাজটাতে থাকা।
সবার আগে প্রয়োজন যে
এই সমাজের স্থিতি
বাড়াও সাথে মেলবন্ধন
ভাব ও সম্প্রীতি।