প্রতিনিধি গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ গতকাল সকাল ৮টায় শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। চার শতাধিক দর্শকের উপস্থিতিতে ব্রহ্মপুত্র বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের চমকপ্রদ ফুটবল খেলায় কাজী নজরুল ইসলাম হাউস ও রবীন্দ্রনাথ ঠাকুর হাউজের খেলা ১-১ গোলে ড্র হয়।
পরে ট্রাইবেকারে কাজী নজরুল ইসলাম হাউস ৫-২ গোলে রবীন্দ্রনাথ ঠাকুর হাউজকে হারিয়ে জয়লাভ করে। বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোবারক হোসেন দুলাল মেম্বার, প্রধান উপদেষ্টা মোস্তফা রায়হান বুলবুল, বিদুৎসাহী আজিজুল হক সোহাগ, পরিচালক মাসুদুল আল আজাদ ও প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বর্মন।
খেলা পরিচালনা করেন উদয়ন তরুণ সংঘের সভাপতি মফিজুল হক শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউটিউব বøগার ও সেচ্ছাসেবক নাজমুল হুদা, শহিদুল ইসলাম প্রণয়, সিমন, রামিম, মাসুম, মাহিম, প্রান্তসহ অসংখ্য ক্রীড়ামোদী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমন্ডলী ও শিক্ষার্থীরা।