বিশেষ প্রতিনিধি : পুরান থানার টিনপট্টি থেকে বড় বাজার যেতে ডান দিকের ফুটপাত অর্থাৎ ড্রেনের উপর পাটাতন দিয়ে দখল করে নেয়ায় ঝুকি নিয়ে হাঁটতে হয় পথচারীদের। স্থানীয় দোকানিরা মানুষের হাঁটার ফুটপাতটি দখল করে নেনায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। টিনপট্টি থেকে বড় বাজার যেতে রাস্তার ডান পাশে ঢুকতেই প্রথম যে চায়ের দোকানটি আছে তার পর থেকেই ড্রেনের উপর পাটাতন দিয়ে দোকানিরা তাদের বিভিন্ন পণ্য রেখেছেন।
মের্সাস আঃ রব ট্রেডার্সের মালামাল রাখা হয় ড্রেনের পাটাতনসহ মূল রাস্তার উপর। এতে ড্রেনসহ রাস্তার ৩/৪ ফুট পর্যন্ত দোকানের অবৈধ দখলে থাকে। দি স্টার স্যানেটারী এন্ড টাইলস তো আরো বেপরোয়া। বড় পানির ট্যাংক ড্রেনের পাটাতনের উপর মূল রাস্তার উপর প্রদর্শনের জন্য রাখা হয় প্রতিদিন। যতগুলো রড, সিমেন্টের দোকান আছে তাদের রড মাপার স্কেল এভাবে রাখা যে, রড ওজনের সময় রাস্তার ৫/৬ ফুট ভিতরে চলে আসে।
অসাবধানতার জন্য কোন কোন পথচারী আহত পর্যন্ত হন। কোন কোন লোকজন দোকানিদের দৃষ্টি আকর্ষণ করলে তারা তাচ্ছিল্যের সাথে জবাব দেন। ভাবখানা এমন যে, যেখানে পারেন অভিযোগ করেন। পথচারীদের অভিমত চলাচলের রাস্তায় যারা প্রতিবন্ধকতা তৈরী করে তাদের জরুরী ভিত্তিতে শাস্তি হওয়া উচিত।