প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকেলে কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে কটিয়াদী নজরুল একাডেমীর আয়োজনে নজরুল একাডেমীর সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মুহাম্মদ সামছুল ইসলাম, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মঈনুজ্জামান অপু, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা প.প কর্মকর্তা মো. সাইদুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান ফারুক, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ঈশা খান, কটিয়াদী উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, কটিয়াদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, নজরুল একাডেমীর উপদেষ্টা রফিকুল ইসলাম মজনু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, কটিয়াদী শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল হক উজ্জল, কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট দীপক কুমার রায়, শ্যামল কান্তি পোদ্দার, নন্দন কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কটিয়াদী নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকন ও জিসান আজাদ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।