প্রতিনিধি কুলিয়ারচর : কুলিয়ারচর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ-২০২৪ কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম। গত বৃহস্পতিবার (২৩ মে) দুপুর আড়াইটায় উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে এ ধান-চাল ক্রয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুনসুরুল আলম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন মুুকুল, ইলহাম অটো রাইস মিলস এর সি.ও.ও দেবাশীষ মৈত্র প্রমুখ।
উল্লেখ্য, চলতি মৌসুমে কুলিয়ারচর উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযানে ৩২ টাকা কেজি দরে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬শ ৫২ মেট্টিক টন আর ৪৫ টাকা কেজি দরে ২৮শ ৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। তবে কৃষক প্রতি ১২০ কেজি থেকে ৩ টন পর্যন্ত ধান সংগ্রহ করা যাবে আর সরকারি লাইসেন্সকৃত চুক্তিবদ্ধ এ উপজেলার তিনটি চালকল থেকে ২৮শ ৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।