স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় মো. মোস্তাকিম (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ পাকা সড়কের ওপর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাকিম উপজেলার চন্ডিপাশা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। তিনি কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় গাড়ি চালক সবুজকে আটক করেছে পুলিশ এবং প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মোস্তাকিম বিদ্যালয় থেকে বাই সাইকেলে নিজ বাড়ি যাচ্ছিলেন। ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে তার বাই-সাইকেলের চেইন পড়ে যায়। সাইকেল থেকে নেমে রাস্তার কিনারে বসে সে সাইকেলের চেইনটি লাগাচ্ছিলেন। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রæতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে মোস্তাকিম ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।