গরম ছিল ভালো
সুবীর বসাক
ঝমঝমিয়ে বৃষ্টি নামে
আকাশে মেঘ কালো
কারও মুখে এখন শুনি
গরম ছিল ভালো।
বৃষ্টি পড়ে বিরতিহীন
ঝোড়ো বাতাস বয়
ঘরবন্দি ভাল্লাগে না
দম বন্ধ হয়।
গরমকালে শীত ভালো যে
সবাই এটা বলে
বলবে শীতে ভালোই হতো
গরম বেশি হলে।
মানবমন জটিল ভারি
বোঝা খুবই দায়
সেই সুখী যে থাকবে খুশি
যখন যেটা পায়।