নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল কিশোরগঞ্জ জেলার ৪টি উপজেলায় শন্তিপূর্ণ পরিবেশে ভোগ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের মিঠামইনে আছিয়া আলম, ইটনায় চৌধুরী কামরুল হাসান, তাড়াইলে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ও করিমগঞ্জে অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার শান্তিপূর্ণ নির্বাচন শেষে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মিঠামইন উপজেলায় দ্বিতীয়বারের নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম। তিনি মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৪ হাজার ৩শ’ ৮০ ভোট। নিকটতম প্রতিদ্ব›দ্বী বুরহান উদ্দিন চৌধুরী বুলবুল আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩শ’ ৮০ ভোট। ভোটের ব্যবধান ১১ হাজার ১৪ ভোট।
করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন। তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯শ’ ২৪ ভোট। নিকটতম প্রতিদ্ব›দ্বী শফিউল আলম জনি দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার শ’ ৪৮ ভোট। ভোটের ব্যবধান ১ হাজার ২শ’ ৭৬ ভোট বলে জানা গেছে।
ইটনায় আবারো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চৌধুরী কামরুল হাসান।
এদিকে তাড়াইল উপজেলা পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম ভ‚ঁইয়া শাহীন। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৭২৯ ভোট। নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬৩৫ ভোট। ভোটের ব্যবধান ৭ হাজার ৯৪ ভোট বলে জানা গেছে।