মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

করিমগঞ্জে সিলযুক্ত ব্যালট পেপার ফেসবুকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৭ Time View

প্রতিনিধি, করিমগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সিলমারা ব্যালট পেপার ফেসবুকে পোস্ট করার হিড়িক পড়েছে। গতকাল তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন এমন চিত্র অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্র দেখা গেছে। নিয়ম অনুযায়ী ভোটার ভোট প্রদানের আগে বা বুথে প্রবেশের আগে মোবাইল ফোন কেন্দ্রে দায়িত্বরতদের কাছে জমা দিয়ে বুথে প্রবেশ করবে।

এছাড়া ভোটারদের কাছে মোবাইল ফোন বা ছবি তোলার কোন কিছু যাতে ভোটাররা বুথে নিয়ে না যেতে পারে সেটি তল্লাশী করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপরও ভোটাররা আইন লঙ্ঘন করে ব্যালট পেপার সিল দেয়ার পর সেটির ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন।

করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মাখনকে হেলিকপ্টার প্রতীকে সিল মেরে ব্যালট পেপারের ছবি ফেসবুকে পোস্ট করেছেন স্বয়ং হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মোজাম্মেল হক মাখন।
এছাড়াও শেখ মোহাম্মদ রুহুল আমিন, মেহেদী হাসান, তরিকুল ইসলাম সাদ্দামও মোজাম্মেল হক মাখনকে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। এভাবে আরও কর্মী সমর্থকরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপারের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty