রুহুল আমিন, প্রতিনিধি, তাড়াইল : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলয় অনুষ্ঠিত নির্বাচনে হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন (লাঙ্গল)।
তিনি ৭ হাজার ১০৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বদ্বীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, লাঙ্গল প্রতীক নিয়ে জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন পেয়েছেন ৩৯ হাজার ৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী গিয়াস উদ্দিন লাকী (মোটরসাইকেল) পেয়েছেন ৩২ হাজার ৬৩৪ ভোট।
২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করে প্রথমবারের মতো তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঞা মোতাহারকে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন হয়ে ছিলেন।
এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী।
ফলে দুটি নির্বাচনে তিনি প্রথমে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ও এবার সাধারণ সম্পাদককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চনের ছেলে।