মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

ভৈরবে ঘোড়া মার্কার পক্ষে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবস্থান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৮ Time View

জামাল আহমেদ, প্রতিনিধি, ভৈরব প্রতিনিধি : আগামী ৫ জুন কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ভৈরব পৌরসভা ও উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গণসংযোগ ও পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘ দিন ধরে রাজনীতিতে জড়িত থাকায় কর্মীবান্ধব নেতা হিসেবেই তিনি সবার কাছে পরিচিত।

এবারের উপজেলা নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের কোন নির্দেশনা না থাকায় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা নির্বাচন নিয়ে এতদিন নিরব ছিলেন।
কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই শীর্ষ নেতা ও দলীয় কর্মীরা জাহাঙ্গীর আলম সেন্টুর (ঘোড়া) পক্ষে গণসংযোগ ও পথসভায় যোগদানের ফলে তাদের দলীয় অবস্থান সাধারণ মানুষের মাঝে অনেকটা পরিস্কার।

গত কয়েকদিন ধরে বিভিন্ন পথসভা ও গণসংযোগের মাধ্যমে আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতারা ঘোড়া প্রতীকের পক্ষে অবস্থান নেয়। কিন্তু গত বুধবার (২৯ মে) বিকেলে ভৈরব উপজেলার গজারিয়া বাজারের অনুষ্ঠিত জাহাঙ্গীর আলম সেন্টুর সমর্থনে আয়োজিত পথসভার চিত্র ছিলো ভিন্ন। ওই পথসভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের সিনিয়র নেতাসহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের ফলে আওয়ামী লীগের দলীয় সমর্থন জাহাঙ্গীর আলম সেন্টুর পক্ষে রয়েছে এমনটাই দাবি করছেন ঘোড়া মার্কার সমর্থকরা।

ওই পথসভায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: ফরিদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু। এসময় প্রতিপক্ষ কাপ পিরিচ মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আবুল মনসুরের নির্বাচনী পথসভায় যোগদান করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমুলক বক্তব্য দেয়ায় পৌর মেয়র ইফতেখার হোসেন বেনুর বিরুদ্ধে বক্তব্য দেন আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা।

এসময় তারা মেয়র নির্বাচনের সময় ইফতেখার হোসেন বেনুকে সাধারণ ভোটারদের ভোটের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা সীল মেরে মেয়র নির্বাচিত করেন। নির্বাচিত হওয়া পর তিনি বিনা টেন্ডারে কাজ দেয়াসহ মেয়রের বিভিন্ন দুর্নীতির বিষয়ে মুখ খুলেন আওয়ামী লীগ নেতারা।

পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাকির হোসেন কাজল, সাবেক রাষ্ট্রপতির এপিএস লুৎফর রহমান ফুলু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো: অহিদ মিয়া, তালাওয়াত হোসেন বাবলা, হাজী মো: সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কবির, পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান ইকবাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম আর সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোশাররফ হোসেন মুছা, পৌর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক একেএম নাজমুল হক, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন প্রমুখ।

ওই পথসভায় গজারিয়ার বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে সভাস্থলে যোগদেন। কয়েক হাজার সমর্থক ও নেতাকর্মীদের পদচারণায় ও ঘোড়া মার্কার ¯েøাগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল। এসময় নেতাকর্মী ও সমর্থকরা তাদের প্রিয় নেতার হাতে হাত মিলিয়ে সমর্থন জানান। সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু ও দলের সিনিয়র নেতারা ভোটারদের কাছে দোয়া ও ঘোড়া মার্কায় ভোট চায়। অপরদিকে ওইদিন সন্ধ্যায় শহরের হাজী আসমত আলী এতিমখানা মাঠে ঘোড়া মার্কার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty