এই দিনের ছড়া
সাড়ে তিন হাত জমি
সুবীর বসাক
পুলিশ হয়েও ধারেননি তো
আইনকানুনের ধার
আজকে তিনি কোথায় গেলেন
হলেন পগারপার!
চামড়া শুধু সাদা হলেই
হয় না মানুষ ভালো
ভেতরটা তার বলি কী আর
কয়লা যেমন কালো।
লোভ-লালসায় মত্ত হয়ে
ধনসম্পদ গড়ে
ভয়ে সবাই এতোদিন রা
করেনি সাত চড়ে।
কখনো তার হয়নি মনে
এবার একটু দমি
মরলে পরে লাগবে শুধু
সাড়ে তিন হাত জমি।