স্টাফ রিপোর্টার : খুনের মামলার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ খোসনাহার ওরফে শারমিন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বুরুঙ্গারচর গ্রামের দ্বীন ইসলামের স্ত্রী। আট মাসের পুত্রসন্তান ফুয়াদকে কোলে নিয়ে গতকাল শনিবার(১ জুন) দুপুরে হোসেনপুর উপজেলার চরপুমদি গ্রামে তার পিতার বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
পরিবারের প্রতিপক্ষের লোকজন স্বামীর বাড়ি দখল, ঘরের সমস্ত জিনিসপত্র লুট এবং বর্তমানে স্বামীর বাড়ির শূন্য ভিটায় বিল্ডিং নির্মাণ করছে বলে অভিযোগ করেন খোসনাহার। তার স্বামী দ্বীন ইসলাম ও ভাসুর জহিরুল ইসলাম একটি ‘ষড়যন্ত্রমূলক হত্যা মামলা’য় গ্রেফতার হয়ে বর্তমানে কারাবাস করছেন। এক লিখিত বক্তব্যে খোসনাহার জানান, গত ১৬ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী বাড়ির লোকজন তার স্বামী দ্বীন ইসলাম ও ভাসুর জহিরুল ইসলামের বাড়িঘরে হামলা চালায়, লুটপাট করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
একপর্যায়ে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের সঙ্গে আসা অনুফা আক্তার মাথায় আঘাতপ্রাপ্ত হলে প্রথমে তাকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পরে এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তার স্বামী ও ভাসুরকে গ্রেফতার করা হয়। খোসনাহারের দাবি, নিজেদের অস্ত্রের আঘাতেই অনুফা আক্তার মারা যান। সিসিটিভির ফুটেজ পরীক্ষা করলেই এর প্রমাণ মিলবে। তিনি সিআইডি, পিবিআই কিংবা অন্য কোনো তদন্ত সংস্থার মাধ্যমে অনুফা হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানান।