বিস্ময় জাগিয়ে যুক্তরাষ্ট্রকে রাঙিয়ে শুরু হলো টি-টোয়েন্টি-২০২৪। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ১৪ বল হাতে রেখে কানাডাকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে। কিন্তু ম্যাচের শুরুতে পূর্ণ নিয়ন্ত্রণ ছিল সাদ বিন জাফরের কানাডার হাতে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে মোনাঙ্ক প্যাটেলের দল কানাডাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ব্যাট হাতে কানাডার ব্যাটাররা ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান করে দুরূহ টার্গেট দেয় যুুক্তরাষ্ট্রকে। কানাডার হয়ে নাভেট ধাওয়াল ৪৪ বলে ৬১ রান এবং নিকোলাস কার্টন ৩১ বলে ৫১ রান করেন। ব্যাট করতে নেমে ৮ ওভারে ৪৮ রান তোলে যুক্তরাষ্ট্র দুরূহ টার্গেটকে আরও কঠিন করে তোলে।
এমনিতেই জিততে হলে যুক্তরাষ্ট্রকে রেকর্ড গড়তে হতো। কেননা, টি-টোয়েন্টি ক্রিকেটে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৬৯। ৭২ বলে ১৪৭ রান প্রয়োজন, ঠিক তখনই ক্রিকেট প্রেমিদের বিস্মিত করে অ্যারন জোন্স ও আন্দ্রিস গুস কানাডা দলের ওপর দিয়ে রীতিমতো হ্যারিকেন বইয়ে দেন।
লক্ষ্যে পৌঁছতে ৭২ বলও লাগেনি তাদের। মুখোমুখি হওয়া শেষ ৫৮টি বৈধ ডেলিভারির মধ্যে ১৪৯ রান করে জয়ের বন্দরে পৌঁছে। অ্যারন জোন্স ও আন্দ্রিস গুস জুটি গুঁড়িয়ে দেয় কানাডার স্বপ্নকে। ১০ ছক্কায় ৪০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন জোন্স। তাকে যোগ্য সঙ্গ দেন ৪৬ বলে ৬৫ রান করা গুস। ওভার প্রতি এই জুটি তুলেছে ১৪.২৯ রান করে যা টি-টোয়েন্টি বিশ্বকাপে শতরানের জুটিতে দ্রুততম। সংক্ষিপ্ত স্কোর : কানাডা ১৯৫/৫ (২০) নাভনেট ধালিওয়াল ৪৪ বলে ৬১ এবং নিকোলাস কির্টন ৩১ বলে ৫১ রান এবং যুক্তরাষ্ট্র ১৯৭/৩ (১৭.৪) জোন্স ৪০ বলে ৯৪*।
শেষ খবর পাওয়া পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ১০টা) দিনের দ্বিতীয় ম্যাচে অপর আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য মাত্র ১৩৭ রানের টার্গেট দিয়েছে আফ্রিকার দেশ পাপুয়া নিউ গিনি। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউ গিনিকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।
ব্যাট করতে নেমে সিসি বাওয়ের ৪৩ বলে ৫০, কিপলিন ডরিগার ১৮ বলে ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে পাপুয়া নিউ গিনি। ওয়েস্ট ইন্ডিজের এন্ড্রু রাসেল ১৯ রানে এবং আলজেরি জোসেফ ৩৪ রানে ২ উইকেট করে শিকার করেন।
আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বার্বাডোজের কেনসিংটন স্টেডিয়ামে ওমানের প্রতিপক্ষ নামিবিয়া এবং রাত সাড়ে ৮টায় নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামীকাল সকাল সাড়ে ৬টায় প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে আফগানিস্তান-উগান্ডা।