এই দিনের ছড়া
তিনি কোথায়?
সুবীর বসাক
কোথায় আছে কেমন আছে
নেই তো কারো জানা
সবার মুখে কুলুপ আঁটা
বলতে নাকি মানা।
উড়াল দিয়ে ওপার গেলো
গজালো তার ডানা?
লোকজন তো নানানসময়
বলছে কথা নানা।
মন্ত্রী কহে, সেও জানে না
কোথায় যে সে আছে
মেঘ হয়ে কি ভাসছে দূরে?
নীড় বেঁধেছে গাছে?
তফাৎ তো নেই সে এবং
গভীর জলের মাছে
আছে বহাল তবিয়তেই
তাই খুশিতে নাচে।