স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের রোভার শরফুদ্দিন ভান্ডারী। তিনি হোসেনপুর উপজেলার চর জামাইল গ্রামের জমশেদুল আলম ভান্ডারীর ছেলে।
গতকাল বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত অ্যাওয়ার্ড-২০২২ তালিকায় ৬৪ জেলার ২২১ জনের মধ্যে বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর একমাত্র রোভার হিসেবে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।
স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছাস, ঝড়-বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে অবদান রাখায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
জানা যায়, শরফুদ্দিন আলম ভান্ডারী বর্তমানে বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও জেলা রোভার নির্বাহী কমিটির সদস্য এবং হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রæপ এর সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর পূর্বে তিনি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রæপ এর প্রতিষ্ঠাতা সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ সম্পর্কে কিশোরগঞ্জ জেলা রোভার সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান এএলটি বলেন, ডিএসআরএম শরফুদ্দিনের এই অর্জন আমাদের রোভারদের জন্য একটি অনুপ্রেরণা ও শক্তি যোগাবে। সেইসাথে আমি হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রæপ এর সভাপতি হিসেবে অনেক আনন্দিত।
শরফুদ্দিন ভান্ডারী বলেন, আমার প্রাপ্তির তালিকায় অনেক বড় একটি অর্জন যুক্ত হলো। আমি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, কিশোরগঞ্জ জেলা রোভার এবং আমার হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রæপ এর সকল কর্তা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।