কিশোরগঞ্জ জেলা শহরের সর্বত্র নির্মাণের জোয়ার। শহরের এমন কোন সড়ক নেই যেটা ইট, বালু আর সুরকি রেখে জনউৎপাত সৃষ্টি করা হচ্ছেনা। সড়ক ও জনপথ বিভাগ বাদ যাবে কেন ? ছবিটি গাইটালস্থ সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে নেওয়া। ইট সিমেন্ট আর বালুর মিশ্রণ তৈরীর জন্য মূল সড়ককেই উপযুক্ত মনে করা হয়েছে।