স্টাফ রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের সকালে বার্বাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে ছোট দলের তকমা পাওয়া দুই সহযোগী দল নামিবিয়া-ওমান ম্যাচ ছড়ালো সুপার ওভারের রোমান্স।
গ্রুপ-বি’র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ডের মতো দলের ভীরে নামিবিয়া-ওমান নেহায়েত সাদামাটা দল। তাদের নিয়ে ক্রিকেট বিশ্বের আগ্রহ তাই যৎ সামান্য। সেই দুই দলই কি না ক্রিকেট প্রেমিদের দিলে এবারের আসরের প্রথম সুপার ওভারের স্বাদ।
টস হেরে ব্যাট করতে নেমে ওমান অলআউট হয়ে যায় মাত্র ১০৯ রানে। তখন কেউ ভাবতে পারেনি ম্যাচে কী অপেক্ষা করছে। জবাব দিতে নেমে নামিবিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান তোললে ম্যাচ গড়ায় সুপার ওভারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ যা সর্বশেষ চার আসরে দেখেনি।
সুপার ওভারে নামিবিয়া কোন উইকেট না হারিয়ি করে ২১ রান। ওমান ১ উইকেট হারিয়ে ১০ রান তোললে ১০ রানে ম্যাচ জিতে নেয় নামিবিয়া।
বার্বাডোজের কেনসিংটন ওভালে নামিবিয়ার সুপার ওভারে জয়ের নায়ক ডেভিড ভিসা। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট হাতে ৪ বলে তোলেন ১৩ রান, পরে বল হাতে আটকে দেন ওমান ব্যাটারদের। যে নৈপুণ্যে হন ম্যাচসেরাও।
সংক্ষিপ্ত স্কোর : ওমান: ১০৯ (১৯.৪) মাকসুদ ২২, কাইল ৩৪, আইয়ান ১৫, শাকিল ১১; ট্রাম্পেলমান ৪/২১, ভিসা ৩/২৮, এরাসমান ২/২০।
নামিবিয়া : ২০ ওভারে ১০৯/৬ (২০) ডাভিন ২৪, ফ্রাইলিঙ্ক ৪৫, এরাসমাস ১৩; ৩/৭, ইলিয়াস ১/১৭, বিলাল ১/২৫।
ফল: ম্যাচ টাই। সুপার ওভারে নামিবিয়া জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ভিসা।