প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে রায়হান মিয়া (২০) নামে নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে কটিয়াদীর পূর্ব পাড়া মহল্লায় ওয়াহিদ প্লাস্টিকের নির্মাণাধীন বিল্ডিং এ। রায়হান কটিয়াদী পৌরসভার পূর্ব পাড়া মহল্লার মো. আব্দুল হাসিমের একমাত্র ছেলে।
কটিয়াদী পৌরসভার মেয়র মো. শওকত ওসমান ঘটনাটি নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে কটিয়াদী পৌরসভার সরারচর রোডের ওয়াহিদুজ্জামানের বিল্ডিং এ নির্মাণ কাজ করার জন্য ছাদের উপর রড উঠানোর সময় অসাবধানতাবশত একটি রড বিদ্যুতের তারে লেগে গেলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।