স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলার সুস্থ পরিবেশ রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় গণসচেতনতা অপরিহার্য বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ^ পরিবেশ দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে আয়োজনে ‘‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’ স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জেও পালিত হয় বিশ্ব আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৪।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সুস্থ পরিবেশ রক্ষায় শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করলে চলবে না। জনগণকেও দায়িত্ব নিতে হবে। নরসুন্দা নদী প্রশাসনের লোক ভরাট করছে না, কিম্বা ময়লা ফেলে না। নদীর দু’পাড়ের সাধারণ লোকজনই তা করছে। তাদের বিরুদ্ধেও কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। সর্বপরি গণসচেতনতা গড়ে তুলতে হবে। বিল্ডিং আইন মেনে বাড়ি-ঘর নির্মাণ করতে হবে, রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা অবশ্যই বন্ধ করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় সকলের অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে শিশু-কিশোরদের পরিবেশ রক্ষায় ছোট থেকেই সচেতন করে তোলতে হবে।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতায় বলেন- প্রশাসনের পাশাপাশি নাগরিকদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন। তিনি বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সভার শেষ দিকে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগতার বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জেলা রোভার স্কাউটের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।