“আসুন সবাই পলিথিন বর্জন করি, পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি পশ্চিম চাতলগ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কমিউনিটিতে পলিথিন ও প্লাস্টিক বর্জন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত কমিটির সকল সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্র ও শিক্ষকবৃন্দ, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হেমায়েত হোসেন এবং ব্র্যাকের আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের (শাখা ব্যবস্থাপক) মানিক নন্দী। বক্তারা সকলের উদ্দেশ্য পলিথিন বর্জন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।