স্টাফ রিপোর্টার : নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বশিউরার দাপুনিয়া গ্রামের বাউল সাধক কিতাব আলী (৬৮) আর নেই (ইন্না লিল্লাহি………রাজিউন)। গতকাল (৫ জুন) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ বশিউরার দাপুনিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য ভক্ত, শিষ্য ও অনুরাগী রেখে গেছেন। এই গুণী বাউল সাধকের মৃত্যুতে বিদেহী আত্মর শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক জানিয়েছেন কিশোরগঞ্জের ভক্ত বাউল শিল্পী সোহেল সরকার, বাউলশিল্পী মোঃ আঃ সাত্তার, গীতিকির আজিম উদ্দিন বাজারী, কোহিনুর কমার্শিয়াল ও ট্রেনিং সেন্টারের স্বত্ত্বাধিকারী মোঃ রাসেল মিয়া, খোকন বয়াতি, বাউলশিল্পী গুলো মিয়া প্রমুখ।
আজ (৬ জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবররস্থানে দাফন করা হবে বলে জানান শিষ্য সোহেল সরকার।