জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (কাপপিরিচ) মো: আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান পদে (মাইক) হাজী মোশারফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (ফুটবল) সানজিদা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে মো: আবুল মনসুর কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৮,২০০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম সেন্টু ঘোড়া প্রতীকে পান ৩২,৪২৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মো: মোশারফ হোসেন মাইক প্রতীকে পেয়েছেন ৪১,৮৯০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান অরুন উড়োজাহাজ প্রতীকে পান ৩৭,৭০২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা ইয়াসমিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৬,৪১২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারা বেগম হাঁস প্রতীকে পান ২০,৫৫৫ ভোট।
এদিকে ৯২টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। ব্যালেট বাক্স ছিনিয়ে নেয়ার ঘটনায় মৌঠুপী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬৩নং) কেন্দ্রটি স্থগিত করা হয়। এঘটনায় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, ভৈরব উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ২০২ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ৪৪০ জন। ৯২টি কেন্দ্রের ৬০১টি ভোট কক্ষে ব্যালট পেপারে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলায় সর্বমোট ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে পৌরসভায় ৩৪টি ও ৭টি ইউনিয়নে রয়েছে ৫৮টি কেন্দ্র রয়েছে।
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে দু’জন আর্মস পুলিশ, একজন পুলিশ ও ১২ জন আনসার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এছাড়াও উপজেলায় ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব সদস্য টহল দেন এবং ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করেন।