এই দিনের ছড়া
শেষ ধাপেও খরা
সুবীর বসাক
শেষ ধাপেতে এসেও দেখি
কাটলো না তো খরা
ভোটের মাঠে জাল ফেলিয়া
যায়নি ভোটার ধরা।
ভোটের দিনে কেন্দ্রে যেন
শোকের ছায়া নামে
কেন্দ্র যদি ডাইনে থাকে
ভোটার চলে বামে।
প্রার্থী যারা- জনগণের
সাথে যে নেই ভাব
ভোট মানে তো টাকার খেলা
টাকাতে সয়লাভ।
জমির খরা দূর করতে
সেচের কথা জানি
ভোটের খরায় কাজ হবে কি
ঝাড়ফুঁকের পানি?