প্রতিনিধি নান্দাইল : ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন আমিনুল ইসলাম শাহান। ভাইস চেয়ারম্যান পদে শফিউল আলম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাছলিমা বেগম তামান্না জয়লাভ করেছেন
গত বুধবার (৫ জুন) রাতে উপজেলা পরিষদে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুমে এই ফলাফল ঘোষিত হয়।
জানা যায়, চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে জয়লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। তার প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৮০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুদল হক ভুঁইয়া আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৩২ ভোট। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন (মোটসাইকেল) পেয়েছেন ৯ হাজার ১২০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে উপজেলা শ্রমিক লীগের আহŸায়ক শফিউল আলম রাসেল তালা প্রতীকে ২৮ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৪৯৮ ভোট। এছাড়া স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুর রহমান খান (মোহাম্মদ খান) মাইক প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯০২ ভোট। নান্দাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহ আলম হেলিম মাহিন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১২৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহŸায়ক ও আচারগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাছলিমা বেগম তামান্না ফুটবল প্রতীকে ৫৪ হাজার ৭৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল হাঁস প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৯৬ ভোট।