এই দিনের ছড়া
বাজেট সমাচার
সুবীর বসাক
বাজেট নিয়ে এ কটা দিন
থাকবে যে মাঠ গরম
কেউ বা রবে পক্ষে আবার
কেউ বিরোধী চরম।
বিবৃতিটা আগে থেকেই
পকেটে রয় তৈরি
প্রশংসায় কেউ পঞ্চমুখ যে
কেউ বা হবে বৈরী।
শ্লোগানসহ মিছিল হবে
কেউ বাজেটের পক্ষে
চড়া স্বরে বলবে বা কেউ
নেই গরিবের রক্ষে।
ফুটপাতের টোকাই ভাবে
কী লাভ যে তার ক্ষেত্রে
মিছিল আসে মিছিল যায়
তাকায় উদাস নেত্রে।