স্টাফ রিপোর্টার (পাকুন্দিয়া) : এবারের কোরবানির ঈদে হাট কাঁপাবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলাধীন পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজার সংলগ্ন আদর্শপাড়া গ্রামের কৃষক মোঃ বাবুল মিয়ার লাল বাহাদুর নামের দেশীয় প্রজাতির ১টি ষাঁড়। দেখতে বিশাল আকৃতির হলেও স্বভাবে অনেক শান্ত।
বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে অনেক মানুষ ভিড় করেন। কৃষক বাবুল মিয়া জানান, এক বছর আগে এই ষাঁড় বাচ্চাটি কিনে আদর করে নাম রাখেন লাল বাহাদুর। ষাঁড়টির খাবারের বিষয়ে জানতে চাইলে কৃষক বাবুল মিয়া জানান, আমি কোন প্রযুক্তি ব্যবহার না করে এই গরুট নেপিয়ার ঘাস, খর, কুড়া ও ভূষি এই ধরনের স্বাভাবিক খাবার খাইয়েছি।
গরুটি কত টাকা দাম হলে বিক্রি করবেন জানতে চাইলে কৃষক বাবুল মিয়া বলেন, আশা করছি বাজার দর ভালো থাকলে ষাঁড়টি প্রায় ১০ লক্ষ টাকা বিক্রি করতে পারবো। বাড়িতে কিংবা অনলাইনে বিক্রয় করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে কৃষক বাবুল মিয়া জানান, কেউ যদি বাড়িতে বা অনলাইনে গরুটি দেখে পছন্দ করে ন্যায্য মূল্য দেয় তাহলে আমি বিক্রিয় করবো। সবশেষে, তার অনুভূতির কথা জানতে চাইলে, কৃষক বাবুল মিয়া বলেন, লাল বাহাদুরকে অনেক যতœকরে এক বছর লালন পালন করেছি নিজের সন্তানের মতন, আপনারা দোয়া করবেন আগামী ঈদেও যেন বড় ষাঁড় উপহার দিতে পারি।