আব্দুর রহমান রিপন, প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) : ‘ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালনের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার উপজেলা কনফারেন্স রুমে ভূমি অফিস নিকলীর আয়োজনে বিকাল ৩টায় প্রেস কনফারেন্স করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: পাপিয়া আক্তার, এসিল্যন্ড ভূমি প্রীতিলতা বর্মন, পি আই ও মো: দেলোয়ার হোসেন সহ ভূমি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মোছা: পাপিয়া আক্তার ও এসিল্যান্ড প্রীতিলতা বর্মন বলেন, ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ৮ থেকে ১৪ জুন পর্যন্ত অনলাইনে ভূমি সেবাকে আরো গতিশীল করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করা এছাড়াও
ই-নাম জারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান প্রাপ্তি ও বিভিন্ন সরকার নির্ধারিত ভূমি সেবা সম্পর্কে যেকোনো বিষয়ে জানতে আজ থেকে ১২ জুন পর্যন্ত নিকলী উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহীতাদের সহযোগিতার জন্য সেবা বুথ স্থাপন করা হবে। নাগরিকের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ভূমি আমার ঠিকানা’ বুকলেট নাগরিকদের মাঝে বিতরণ করা হবে। পরিশেষে ব্যাপক গণসচেতনতার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।