স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লুৎফুল আরেফীন গোলাপের মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে শোক ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম, এ, আফজল মরহুমের কর্ম ও রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান মো. নূরুল ইসলাম নূরু , কেন্দ্রিয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ডা. সুলতানা রাজিয়াসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।