বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

হাটে নয়, ক্রেতার ভিড় খামারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০০ Time View

স্টাফ রিপোর্টার : একেতো গরম সেই সাথে কোরবানির পশুর হাটে অনেক ভিড়। সঙ্গে রয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। এসব ঝামেলা এড়াতে কিশোরগঞ্জের হাওড়ে কোরবানির পশু কিনতে সরাসরি খামারে গৃহস্থের বাড়িতে ভিড় করছেন ক্রেতারা। পশু ক্রেতারা বলছেন, হাটের ভিড় এড়িয়ে সুস্থ ও সবল পশু দেখে শুনে কিনতে তারা সরাসরি খামারে এসেছেন।

খামারিরা বলছেন, গবাদিপশুর খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার ব্যয় বেশি হয়েছে। সে তুলনায় ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন তাঁরা। বাংলাদেশ ডেইরী ফার্মারস এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আজমল খান বলেন, চলতি বছর দেশীয় গরু দ্বারাই কোরবানি চাহিদা পূরণ হবে এবং ২৭ হাজার ৭৬৩টি পশু উদ্বৃত্ত থাকবে।

মিঠামইন উপজেলার মালিউন্দ গ্রামের মা এগ্রো ফার্মের মালিক দুলাল মিয়া জানান, এ বছর তার ফার্মে ২০-১৫ টি গরু রয়েছে যা কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। গরু গুলি তিনি দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন। ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি। এলাকার স্থানীয় যুবকেরা তার ফার্ম দেখে উৎসাহিত হচ্ছে বলেও জানান তিনি। খামারিরা বলছেন, বেশির ভাগ খামারি নিজেদের গচ্ছিত পুঁজি দিয়ে খামারে কোরবানির জন্য পশু পালন করেছেন। আবার অনেক খামারি এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়েও পশু পালন করেছেন।

পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ার পশু লালনপালনে ব্যয় ও বেড়ে গেছে। এখন সে অনুযায়ী দাম না পেলে খামারিদের পথে বসতে হবে। মিঠামইন উপজেলার খামারি শহিদ মিয়া জানান, তাঁর খামারে ২২টি গরু রয়েছে। এর মধ্যে ১২টি এবার কোরবানির হাটে তুলবেন। ভাল দাম পাবেন বলে আশা করছেন তিনি।

গরু কিনতে আসা আবুল হোসেন নামের এক ক্রেতা বলেন, “পশুর হাটগুলোতে এক লাখ টাকায় পাঁচ হাজার টাকা হাসিল দিতে হয় ক্রেতাকে। খামার থেকে গরু কিনলে সেই টাকা দিতে হচ্ছে না। তা ছাড়া সুস্থ ও সবল নিশ্চিত হয়েই গরু কিনছেন তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র পন্ডিত জানান, কিশোরগঞ্জ জেলায় এ বছর ২৩ হাজার খামারির মাধ্যমে ১ লক্ষ ৭১ হাজার ৯৩৩ টি পশু কোরবানির জন্য চাহিদা রয়েছে। সর্বমোট পশু প্রস্তুত আছে ১ লক্ষ ৯৯ হাজার ৬৯৬ টি। এর মধ্যে ৬৫১০৫ টি ষাড়, ৩১৭০ টি বলদ, ১৬ হাজার ৬০১ টি গাভী, ১ হাজার ৪২৯ টি মহিষ, ১ লক্ষ ৮৪ হাজার ১৬৮ টি ছাগল, ৪ হাজার ৯২৩ টি ভেড়া কোরবানির জন্য প্রস্তুুত করা হয়েছে।

রুগ্ন পশু যাতে বিক্রি করতে না পারে তার জন্য কোরবানির হাটে ৪৭টি ভেটেনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। চামড়া ছাড়ানো ও সংরক্ষণের জন্য ২৫০ জন কসাই ও ২৭০ জন মৌসুমী কসাইদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty