স্টাফ রিপোর্টার : হোসেনপুর পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ হাজার ৮১ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মো. আবদুল কাইয়ুম খোকনের সভাপতিত্বে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ.টি.এম. আহসান উল্লাহ টুটুল, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, শামীম খান, নাজমুল হক লিমন, আবুল হোসেন ফারুক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানাসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
ধুলজরী গ্রামের এশা বানু জানান, ঈদুল ফিতর উপলক্ষে মান সম্পন্ন ১০ কেজি চাউল পেয়ে আমার সংসারে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।