স্টাফ রিপোর্টার : হোসেনপুরে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিপন মিয়া নামের এক যুবককে ২২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে এ কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্ত শিপন মিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
জানা গেছে, গতকাল সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে যুবক শিপন মিয়া ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা ও এক পর্যায়ে টানাহেঁচড়া করে।
এ ঘটনায় স্থানীয় কয়েকজন তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ মাসের বিনাশ্রম কারাদÐে দÐিত করেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।