স্টাফ রিপোর্টার : ‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যে সারাদেশে ন্যায়ে কিশোরগঞ্জ জেলায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসে। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
২য় পর্বে জেলা প্রশাসকের সভা কক্ষে র্যালী উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনসচেতনতায় ভূমি আইন ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এটিএম ফরহাদ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, মোস্তাফা কামাল, মানোয়ার হোসেন রনি, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী ও স্কাউট, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।