স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা দু’দিনের প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে দু’দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন। গতকাল সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ আজ রবিবার পর্যন্ত চলবে। দু’দিনের প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও পরামর্শ এনআইএলজি ঢাকা বিভাগের যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সরকারের এক বিশাল গুরুত্বপূূর্ণ সেবা কার্যক্রমের স্থল হচ্ছে ইউনিয়ন পরিষদ। তৃনমূল ও প্রান্তিক জনগোষ্ঠির সেবায় ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করলে দেশের সমৃদ্ধি ও অগ্রগতি আরো সামনের দিকে এগিয়ে যাবে। তিনি সমবেত উপস্থিত চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সকলের উদ্দেশ্যে বলেন, আমরাই পারব স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে। আর এ জন্যই আমাদের সকলের সত্যতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতি কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার ভূমিহীন গৃহহীন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা ও মাতৃত্ব ভাতা কার্যক্রমসহ উন্নয়ন কর্মকান্ডের এক বিশাল কর্মযজ্ঞ চলমান রয়েছে। এ সকল কার্যক্রম যথাযথ ভাবে বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন পরিষদের সম্পদ আহরণে টেক্সসহ অন্যান্য বিষয়ে পরিষদের সকল সদস্যদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তবেই আগামী দিনের বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধ।
দু’দিনের প্রশিক্ষন কর্মশালায় ১১ ইউপি চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটারগণ উপস্থিত ছিলেন।