স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গনের সাথে সার্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন।
উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, দেশের সামগ্রিক স্বার্থে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্ত-সামাজিক উন্নয়নে সরকারের এক বিশাল কর্মযজ্ঞ সার্বজনীন পেনশন স্কিম। বর্তমান সরকারের এই কর্মপরিকল্পনায় ও আগামী দিনের ভবিষ্যত প্রজন্মের স্বার্থে আমাদের সকলের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
উদ্বুদ্ধকরণ সভার সভাপতি কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকারের স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় হিসেবে সার্বজনীন পেনশন স্কিমে সকলের অংশ গ্রহণে আমাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করতে হবে।
উদ্বুদ্ধকরন সভায় ১১ ইউপি চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটারগণ উপস্থিত ছিলেন।