শতাব্দী ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন উড়ছে আফগানিস্তান। উগান্ডাকে গুঁড়িয়ে আসর শুরুর পর এবার তারা উড়িয়ে দিয়েছে শক্তিশালী নিউ জিল্যান্ডকে। কিউইদের বিপক্ষে জয়ে দারুণ উচ্ছ¡সিত রাশিদ খান। আফগানিস্তান অধিনায়কের মতে, এই সংস্করণে এটি তাদের ইতিহাসের সেরা পারফরম্যান্সগুলোর একটি।
গায়ানায় শনিবার নিউ জিল্যান্ডকে ৮৪ রানে হারায় আফগানিস্তান। ১৫৯ রানের পুঁজি গড়ে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ৭৫ রানে গুটিয়ে দেয় তারা। আফগানিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দিতে এবারও বড় অবদান তাদের উদ্বোধনী জুটির। ৮৭ বলে ১০৩ রানের জুটি গড়েন রাহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
উগান্ডার বিপক্ষে তাদের জুটিতে এসেছিল ১৫৪ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা দুই ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি গড়া প্রথম যুগল তারাই। পরে বল হাতে আবারও আলো ছড়ান ফাজালহাক ফারুকি। উগান্ডার বিপক্ষে ৯ রানে ৫ উইকেটের পর এবার বাঁহাতি এই পেসারের প্রাপ্তি ১৭ রানে ৪টি।
সমান রান দিয়ে ৪ উইকেট নেন লেগ স্পিনার রাশিদও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিদ বলেন, দারুণ দলীয় প্রচেষ্টার ফসল তাদের এই জয়। “টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি এটি, বিশেষ করে নিউ জিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে। দারুণ দলীয় প্রচেষ্টা, শুধু বোলিং নয়, ব্যাটিংও। উইকেটে রান করা মোটেও সহজ ছিল না, ইব্রাহিম ও গুরবাজ দারুণভাবে শুরু করেছিল।
৭ থেকে ৯ ওভারের মধ্যে তারা কিছু ডট বল খেললেও নিজেদের উইকেট বিলিয়ে আসেনি।” “সব মিলিয়ে দারুণ প্রচেষ্টা, আফগানিস্তানের জন্য দারুণ একটি জয়। এই দলের নেতৃত্ব দেওয়া এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে জেতাটা দারুণ ব্যাপার।” টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে একশর নিচে গুটিয়ে দিল আফগানিস্তান।
উগান্ডাকে ৫৮ রানে অল আউট করে ১২৫ রানে জিতেছিল তারা। পরপর দুটি বড় জয়ে সুপার এইটে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে দলটি।