বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত সাবেক সংসদ সদস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৫ Time View

ভ্রাম্যমান প্রতিনিধি : বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামন, অষ্টগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরহাদ আহমেদ চৌধুরী কানচন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল জহুরের নামাজ শেষে দ্বিতীয় জানাজার পর গ্রামের বাড়ি থানেশ্বর পারিবারিক গোরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি অনেকদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভোগ ছিলেন। তিনি ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন। ফরহাদ আহমেদ চৌধুরী কানচন ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাÐে সক্রিয় ভূমিকা রাখেন।

এছাড়াও তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন জনপ্রিয় বডি বিলডার্স ছিলেন। ‘মিষ্টার অফ ইষ্ট পাকিস্তান’ এবং ‘মিষ্টার অফ ময়মনসিং’ খেতাব অর্জন করেন। ‘দৈনিক আজকের গনশক্তি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি ১৯৮৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন ময়মনসিংহ-২২ বর্তমান (কিশোরগঞ্জ-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার ছেলে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠনের (ড্যাব) নেতা প্রফেসর ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী সকলের কাছে তার বাবার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty